বর্ণবাদের বিরুদ্ধে রাফিনিয়ার যুদ্ধ ঘোষণা
লা লিগার ম্যাচে রিয়াল ভায়োদোলিদের মাঠ এস্তাদিও হোসে জোরিল্লা স্টেডিয়ামে বার্সেলোনা হেরেছে ৩-১ গোলে। ম্যাচের ৬৩ মিনিটে ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়াকে তুলে নেন কোচ জাভি হার্নান্দেজ। সেই সময় রাফিনিয়াকে দেখা যায় জাতীয় দল সতীর্থ ভিনিসিয়ার পাশে দাঁড়িয়ে ঘোষণা করেছেন, গায়ের রংকে গুরুত্ব দিলে যুদ্ধ হবে।
গতকাল মঙ্গলবার রাতে আন্দ্রেস ক্রিস্টেনসনের আত্মঘাতী গোলে ম্যাচের ২ মিনিটেই পিছিয়ে পড়েছিল বার্সা। ২২ মিনিটে বক্সের মধ্যে গঞ্জালো প্লাতাকে ফাউল করে এরিক গার্সিয়া। পেনাল্টি হজম করে ২-০ ব্যাবধানে পিছিয়ে যায় এবারে লিগ চ্যাম্পিয়নরা।
বিরতির পর গোল হয়েছে আরও দুটি। ৭৩ মিনিটে ভায়োদোলিদের হয়ে প্লাতা গোলের পর ৮৪ মিনিটে বার্সার হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন রবার্ট লেভানডফস্কি।
তবে ততক্ষণে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় উঠেছে রাফিনিয়াকে নিয়ে।বদলি হিসেবে মাঠ ছাড়ার সময় জার্সি খুলে ফেলেন তিনি। তাঁর জার্সির নিচে পরে থাকা গেঞ্জিতে কিছু কথা লেখা ছিল, ‘উজ্জ্বল চোখের তুলনায় গায়ের রং যত দিন পর্যন্ত বেশি গুরুত্ব পাবে, এই যুদ্ধ চলবে।’