আর্কাইভ থেকে দেশজুড়ে

পক্ষপাতমূলক আচরণ হলে কঠোর ব্যবস্থা: গাজীপুর পুলিশ কমিশনার

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কোন পক্ষপাতমূলক আচরণের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বললেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

বুধবার (২৪ মে) গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে শহীদ বরকত স্টেডিয়ামে আইনশৃংখলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং তিনি একথা বলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রেগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে।

উল্লেখ্য, গাজীপুরের নির্বাচনে ১৩ হাজার জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এদিকে বেলা ১২ টা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও ৪ টি স্থান থেকে ইভিএম মেশিনসহ নির্বাচনের সামগ্রী বিতরন করা শুরু হয়েছে। নির্বাচন কর্মকর্তারা নির্বাচনের সামগ্রী বুঝে নিয়ে যার যার কেন্দ্রে যাচ্ছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন