ম্যারাডোনার ফেসবুক থেকে পোস্ট ‘আমার মৃত্যুর খবরটা ঠিক না’
২০২০ সালের ২৫ নভেম্বর পৃথিবী ছেড়ে চলে গেছেন আর্জেন্টাইন কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনা। অথচ আজ তাঁর ফেসবুক একাউন্ট থেকে পোস্ট ‘আমার মৃত্যুর খবরটা ঠিক না’।
মূলত ম্যারাডোনার ফেসবুক অ্যাকাউন্টি হ্যাক হয়েছে। আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ও লা নাসিওন জানিয়েছে, ম্যারাডোনার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে।
অ্যাকাউন্টটি হ্যাকিংয়ের শিকার হওয়ার পর সেখান থেকে হ্যাকাররা প্রথম পোস্টটি করে, ‘তোমরা নিশ্চয়ই জানো, আমার মৃত্যুর খবরটা ঠিক না।’
ম্যারাডোনার অ্যাকাউন্টের দখল নেওয়ার পর হ্যাকার মজা করেও পোস্ট করেছে, ‘স্বর্গে কোকাকোলা নেই, শুধু পেপসি।’এ ছাড়া লিওনেল মেসির প্রশংসা ও ক্রিস্টিয়ানো রোনালদোর সমালোচনা করেও পোস্ট করা হয়। সেখানে মেসিকে ‘দীর্ঘজীবী হও’ বলার পাশাপাশি রোনালদোকে অশ্রাব্য গালিও দেওয়া হয়।
ম্যারাডোনার ছেলেরা ইনস্টাগ্রামে করা পোস্টে হ্যাকিংয়ের খবরটি নিশ্চিত করে বলেছেন, ‘আমরা পরিতাপের সঙ্গে জানাচ্ছি, ডিয়েগো ম্যারাডোনার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্ট সাইবার হামলার শিকার হয়েছে। আমরা অ্যাকাউন্টটি যত দ্রুত সম্ভব আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। এখন অ্যাকাউন্ট থেকে যা কিছুই প্রকাশ করা হোক না কেন, তা বর্জন করা হবে।’