এশিয়া কাপ হবেই: পাপন
এশিয়া কাপ হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে কোন ফরম্যাটে হবে তা এখনো চূড়ান্ত নয়। এমনটাই জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আইপিএল শেষে এশিয়ার দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের সভায় চূড়ান্ত হবে রূপরেখা।
শুক্রবার (২৬ মে) বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) ১০ বছর পূর্তি অনুষ্ঠানে অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।
সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া পাকিস্তানের এশিয়া কাপ নিয়ে ভারত ও পাকিস্তানের গণমাধ্যমে আসছে নানা অনিশ্চয়তার কথা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলরের সাবেক এই প্রধান কর্মকর্তা বলছেন এশিয়া কাপ হবে এটা শতভাগ নিশ্চিত। তবে একক কোনো দেশে নাকি হাইব্রিড মডেলে সেটা এখনও চূড়ান্ত হয়নি। খেলা হবে কোথায়? পাকিস্তান, দুবাই, নাকি শ্রীলঙ্কাতে?
এইসব প্রশ্নের উত্তরে নাজমুল হাসান পাপন বলেন, অবশ্যই হবে। কোথায় হবে এ বিষয়ে খুব সম্ভবত আইপিএল ফাইনালের পরই সিদ্ধান্ত নেয়া হবে। এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) থেকে যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত ঘোষণা না আসবে, এর বেশি আর কিছু বলা সম্ভব না।
ভারতে আইপিএলের ফাইনাল দেখতে যাওয়ার কথা পাপনের। ফাইনালের পরই চূড়ান্ত হবে এশিয়া কাপের ভাগ্য। এ ব্যাপারে বিসিবি সভাপতি আরও বলেন, যদি এক দেশে খেলা হয়, তাহলে শ্রীলঙ্কা প্রথম পছন্দ। কারণ ভারত বলছে, তারা পাকিস্তানে যেতে পারবে না। সংযুক্ত আরব আমিরাতও আমাদের একটা পছন্দের জায়গা। কিন্তু যে সময়টা, এখন সেখানে তাপমাত্রা ৪২-৪৩ ডিগ্রি (সেলসিয়াস)। এই গরমে ওয়ানডে ম্যাচ খেলা বেশ কষ্টকর। অনেক খেলোয়াড়ই চোট পেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে, এই জন্যই আরব আমিরাত প্রথম পছন্দ নয়।
বিসিবি সভাপতি পাপন জানিয়েছেন, প্রতিটি দেশই সভায় তাদের পছন্দের মডেলের কথা জানাবে। ২৮-২৯ তারিখেই সিদ্ধান্ত চলে আসবে এশিয়া কাপ নিয়ে।