বিয়ের প্রস্তাবে যা বললেন সালমান...
বলিউডের চিরকুমার সালমান খান। বয়স তার ৫৮। ইন্ডাস্ট্রিতে তার প্রতিপত্তি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তিন দশকের বেশি সময় ধরে তিনি অভিনয় করছেন। কিন্তু একটা বিষয় যার নড়চড় ঘটেনি, সেটি হল সালমান এখন সেই ‘সিঙ্গল’-ই রয়েছেন। বলিউডে সবাই তাকে ডাকেন ভাইজান বলে। তবে কিছু কিছু নায়িকার জান হতে হতেও হওয়া হয়নি। সেই তালিকায় রয়েছেন বলিউডের প্রথম সারির বহু অভিনেত্রী।
বিভিন্ন সময় বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে সালমান জানান, তিনি সিঙ্গেল থাকতেই ভালবাসেন। কিন্তু তার বিয়ের প্রসঙ্গ বার বারই উঠে এসেছে সংবাদ শিরোনামে।
বলিউডের একটি অনুষ্ঠানে আপাতত দুবাইতে রয়েছেন সালমান। সেখানে সাংবাদিক সম্মলনের মাঝে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন এক মহিলা। অনুরাগীর এমন দাবি শুনে বিব্রত না হয়ে সালমান বলেন, ‘‘আমার বিয়ে করার বয়স পেরিয়ে গেছে। ২০ বছর আগে আমার সঙ্গে দেখা করা উচিত ছিল।’’
সালমানের বিয়ে নিয়ে মায়ানগরীতে কম চর্চা হয়নি। তবে একটা সময় সালমান যে বিয়ে করতে চেয়েছিলেন, তা নিজের মুখেই কবুল করেছিলেন ‘কফি উইথ করণ’-এর শোতে। তবে নিয়তির ফেরে ভাইজান রয়ে গেলেন চিরকুমারই।