ধানমন্ডি লেক থেকে কিশোরের মরদেহ উদ্ধার
রাজধানী ঢাকার ধানমন্ডি লেক থেকে অজ্ঞাত পরিচয় কিশোরের (১২) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
শনিবার (৩ জুন) সকাল সাড়ে ৭টায় মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ।
তিনি বলেন, ধারনা করা হচ্ছে গোসল করতে ওই কিশোর লেকের পানিতে নেমেছিল। লেকের পাড়ে তার স্যান্ডেল এবং শার্ট পাওয়া গেছে। এখনও তার নাম-পরিচয় জানতে পারিনি।
তিনি আরও বলেন, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিআইডির ক্রাইম সিনের সহযোগিতায় তার পরিচয় জানার চেষ্টা চলছে।