আর্কাইভ থেকে ক্রিকেট

আশরাফুলকে কোচিং প্যানেলে যুক্ত করতে চায় বিসিবি

বলতে গেলে বাংলাদেশের ক্রিকেটে প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। বিশ্বের কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে শতক করার রেকর্ডের অধিকারী তিনি। ২০০১ সালের এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশীপে অভিষেক টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৪ রান করে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।

সম্ভাবনাময় এই ক্রিকেটারের কপাল পোড়ে বিপিএলে ম্যাচ ফিক্সিংকান্ডে। শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন ২০১৩ সালে। এরপর ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন পাঁচ বছর জন্য। এরপর আর জাতীয় দলের জার্সিতে নামার সুযোগ হয়নি তাঁর।

টাইগারদের সাবেক এই তারকার ক্রিকেট জীবন শেষের পথে। গেল ঢাকা প্রিমিয়ার লিগের আগে জানিয়ে ছিল এ আসরই হবে তার খেলা ডিপিএলের শেষ আসর। তবে ক্রিকেটার হিসেবে যাত্রা এখানে থামলেও আশরাফুলকে নতুন ভূমিকায় পেতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সম্প্রতি আরব আমিরাত থেকে আইসিসি লেভেল-থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেছেন টাইগারদের সাবেক অধিনায়ক। এখন তিনি জুনিয়র লেভেল থেকে শুরু করে জাতীয় দল পর্যায় পর্যন্ত কোচিং করাতে পারবেন তিনি। তাই তাকে সুযোগ করে দিতে চায় বিসিবি। গেলো মাসে হেড কোচ ডেভিড হেম্পের অধীনে শুরু হয়েছে এইচপি ক্যাম্প। সেই কোচিং প্যানেলে আশরাফুলকে যুক্ত করতে প্রস্তাব দেওয়া হবে।

এ বিষয়ে বিসিবি পরিচালক ও এইচপি ইউনিটের ভাইস চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট পপুলার হয়েছে আইসিসি ট্রফি জেতার পর। আর ব্যক্তিগতভাবে কাউকে আইকন ভাবলে সেটা কিন্তু আশরাফুল। অনেক জনপ্রিয় ছিল ও, সম্প্রতি লেভেল থ্রি কোচিং করেছে। ওকে দেশের ক্রিকেটে ইনভলব (সম্পৃক্ত) করতে পারলে সেটা দেশের জন্য অনেক ভালো হবে।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন