বিয়ে করলেন সংগীতশিল্পী ঐশী
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা ঐশী বিয়ে করেছেন। বর আরেফিন জিলানী সাকিব।
শুক্রবার (২ জুন) রাতে রাজধানী গুলশানের একটি কনভেনশন হলে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাদের। সেখানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া শোবিজের অনেক তারকা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
প্রায় আড়াই বছরের পরিচয় ও বন্ধুত্বের পর গেলো ২ এপ্রিল আংটি বদল হয় জিলানী ও ঐশীর। জিলানী পড়ালেখা করেছেন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত গায়িকার স্বামী।
এর আগে গেলো ৩১ মে ঐশীর অন্যরকম এক হলুদসন্ধ্যা হয়। তখন একঝাঁক তারকা সংগীতশিল্পী অংশগ্রহণ করেন হলুদসন্ধ্যায়।
এ গায়িকা বর্তমানে এমবিবিএস পাস করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিসিইউর মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন।
বিয়ে অনুষ্ঠানে কণ্ঠশিল্পী আখি আলমগীর, লিজাসহ অনেক সেলিব্রেটি উপস্থিত ছিলেন।