আর্কাইভ থেকে লাইফস্টাইল

অস্বস্তির কারণ চায়ের কাপের দাগ

ঘুম থেকে ওঠার পর কিংবা সন্ধ্যায় অফিস থেকে ফিরে, আলসেমি এবং ক্লান্তি কাটাতে এক কাপ চায়ের জুড়ি মেলা ভার। চায়ে চুমুক দিতেই স্বস্তি পায় মন এবং শরীর। তেমনই কাপের গায়ে যদি দাগছোপ লেগে থাকে, তাহলে আবার সেটাই হয়ে উঠতে পারে অস্বস্তির কারণ।

সঠিক পরিচর্যার অভাবে অনেক সময় এমন হয়। তবে ঘষামাজাও করেও অনেক সময় এই জেদি দাগ উঠতে চায় না। তবে কয়েকটি উপায় জানলে কাপ হয়ে উঠবে ঝকঝকে চকচকে।

বাসন মাজার তরল সাবান কাপের দাগ হয়ে যাওয়া অংশে লাগিয়ে রাখুন অন্তত ২ ঘণ্টা। এ বার স্ক্রাবার দিয়ে গায়ের জোরে ঘষে নিলেই উঠে যাবে কাপের দাগ।

কাপে দাগ-ছোপ তুলতে সাহায্য করতে পারে বেকিং সোডাও। একটি স্পঞ্জে ভাল বেকিং সোডা নিয়ে কাপের গায়ে ভাল করে বুলিয়ে নিন। ঘণ্টাখানেক রেখে ঘষে ধুয়ে ফেলুন। কাপের দাগ উঠে যাবে।

কাপের দাগ তুলতে ব্যবহার করতে পারেন অ্যাপেল সাইডার ভিনিগার। আধ কাপ গরম পানিতে ২ চামচ ভিনিগার মিশিয়ে ওই মিশ্রণটিতে অন্তত ৩০ মিনিট কাপ ডুবিয়ে রাখুন। এক বার ঘষে নিয়ে কাপ ধুয়ে নিলেই দূর হবে কাপের দাগ-ছোপ।

আধ চামচ পাতিলেবুর রস আর নুন একসঙ্গে মিশিয়ে নিন। এবার এ মিশ্রণটি কাপের গায়ে ভাল করে বুলিয়ে নিয়ে ঘণ্টা খানেক রেখে দিন। এক ঘণ্টা পর হালকা গরম পানিতে কাপ ধুয়ে নিলেই নিমেষে দূর হবে কাপের দাগ-ছোপ।

এ সম্পর্কিত আরও পড়ুন