আর্কাইভ থেকে বাংলাদেশ

৩১ লাখ ছাড়িয়েছে টিকা গ্রহণকারীর সংখ্যা

৩১ লাখ চাড়িয়েছে দেশে টিকা গ্রহণকারীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় টিকা গ্রহণ করেছেন এক লাখ ২৫ হাজার ৭৫২জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৭৫ হাজার ১৫৫ ও নারী ৫০ হাজার ৫৯৭ জন। এরমধ্যে ২২ জনের শরীরে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার পর্যন্ত ৪৩ লাখ ১১ হাজার ৭০৮ জন নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে এ পর্যন্ত টিকাগ্রহণ করেছেন ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জন। এর মধ্যে পুরুষ ২০ লাখ ১২ হাজার ১৮১ ও নারী ১০ লাখ ৯৮ হাজার ৩৪৪ জন। এ পর্যন্ত ৭৩৩ জনের শরীরে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৫ হাজার ৯৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ১২৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ হাজার ৭৩৩ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৮৭৯ জন, রংপুর বিভাগে ১০ হাজার ২৫৭ জন, খুলনা বিভাগে ১৮ হাজার ৪৫৬ জন, বরিশাল বিভাগে ৫ হাজার ৩২১ জন এবং সিলেট বিভাগে ৫ হাজার ৩২ জন টিকা নিয়েছেন।
 
বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী মোট টিকা গ্রহণকারী ৩১ লাখ ১০ হাজার ৫২৫ জনের মধ্যে ঢাকায় ছয় লাখ ৮১ হাজার ৮০৩ জন, ময়মনসিংহে এক লাখ ৩৫ হাজার ১২৪ জন, চট্টগ্রামে ছয় লাখ ৮১ হাজার ১০৩ জন, রাজশাহীতে তিন লাখ ৪৩ হাজার ৯১০ জন, রংপুরে দুই লাখ ৮৪ হাজার ২৩০ জন, খুলনায় তিন লাখ ৮৪ হাজার ৫৫৬ জন, বরিশালে এক লাখ ৪৭ হাজার ৪৭২ জন এবং সিলেট বিভাগে এক লাখ ৯২ হাজার ৯১ জন টিকা নেন।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন