এশিয়া সফরের আগে দুঃসংবাদ পেল মেসিরা
চলতি মাসের ফিফা উইন্ডোতে এশিয়া সফরে আসছে কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। ১৫ জুন অস্ট্রেলিয়া ও ১৯ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলবেন মেসিরা। তবে ম্যাচ দুটিতে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল অলবিসেলেস্তারা।
এশিয়ায় মাটিতে অনুষ্ঠেয় ম্যাচ দুটিকে সামনে রেখে দল ঘোষণা করেছিল আর্জেন্টিনা। কিন্তু দলে থাকা গঞ্জালো মন্টিয়ের লা লিগার ম্যাচে গুরুতর ইনজুরিতে পড়ায় এশিয়া সফর থেকে ছিটকে গেছেন।
রিয়াল সোয়েদাদের বিপক্ষে গতকাল (রোববার) ম্যাচের ৭ম মিনিটেই পেশির ইনজুরিতে পড়েন তিনি। চোট গুরুতর হওয়ায় আর মাঠে নামতে পারেননি আর্জেন্টাইন এই রাইট ব্যাক।
আর তাই এশিয়া সফরের আগ মুহূর্তে দুশ্চিন্তা বাড়তে পারে মেসিদের কোচ লিওনেল স্ক্যালোনির। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের দিনটিতে ত্রাতার ভূমিকা পালন করেছিলেন মন্টিয়েল। লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে টাইব্রেকারে শেষ শটটি নেওয়ার দায়িত্ব পড়েছিল মন্টিয়েলের ওপর। ফ্রান্স গোলকিপার উগো লরিসকে ফাঁকি দিয়ে সেদিন মন্টিয়েল বল জালে পাঠানোর পর বিশ্বজয়ের আনন্দে ভেসে গিয়েছিল আর্জেন্টিনা।