মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ফখরুলের বৈঠক
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৬ জুন) দুপুরে পিটার হাসের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রমতে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সার্বিক পরিস্থিতি নিয়ে দুজনের মধ্যে ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়।