বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ৫ লাখের বেশি, মৃত্যু প্রায় ৫ হাজার
বিশ্বজুড়ে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু কিছুটা কমলেও, উর্ব্ধগতিতে রয়েছে মৃত্যু ও সংক্রমণ। কোনও এক দেশে কিছুটা কমলেও অন্য দেশে আবার বেড়ে চলেছে সংক্রমণ। এটি আর এখন কোনও একটি দেশ বা অঞ্চলের সমস্যা না, বৈশ্বিক সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। তবে করোনা আতঙ্কে স্বস্তিতে নেই মানুষ। নতুন করে ওমিক্রন সংক্রমণের কারণে আতঙ্কিত সব দেশ। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে গেলো দুই দিনে বেড়েছে করোনা সংক্রমণ।
গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে পাঁচ লাখ ৪৫ হাজার ৬২৬ জন। ২৪ ঘণ্টায় মারা গেছে চার হাজার ৯৩৯ জন। গেলো ২৪ ঘণ্টায় সুস্থ্ হয়েছে পাঁচ লাখ ৭১ হাজার ৩১৬ জন।
বিশ্বজুড়ে আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ৫৭ লাখ ৯০ হাজার ৫৭৩ জন। মারা গেছেন ৫৩ লাখ ৭৬ হাজার ৫৬৬ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪ কোটি ৭৩ লাখ ৫৫ হাজার ৬৬৬ জন।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে পাঁচ কোটি ২০ লাখ ৫৯ হাজার ৬৬৭ জন। গেলো ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে এক লাখ ৪৩ হাজার ৫৩০ জন।