আইসিসির মাস সেরার মনোয়ন পেলেন শান্ত
চলতি বছরের শুরু থেকেই দারুণ পারফর্ম করে যাচ্ছেন টাইগার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। বিপিএলে টুর্নামেন্ট সেরার পর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও নির্বাচিত হয়েছেন হয়েছেন সেরা ক্রিকেটার।
সবশেষ আয়ারল্যান্ড সিরিজে দুর্দান্ত ফর্মের কারণে এবার আইসিসির স্বীকৃতি পেলেন বাঁহাতি এই তরুণ। আইসিসির মাস সেরার মনোয়ন পেয়েছেন তিনি।
মঙ্গলবার (৬ জুন) মাসসেরা খেলোয়াড়ের মনোনয়ন তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে প্রথমবারের মতো নাম উঠেছে নাজমুল শান্তর।
সেরা খেলোয়াড় হওয়ার লড়াইয়ে শান্তর প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বাবর আজম এবং আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর।