আর্কাইভ থেকে ক্রিকেট

আফগান সিরিজের আগে দেশে ফিরেছেন সাকিব

আয়ারল্যান্ডের বিপক্ষে বিপক্ষে সিরিজ শেষ করে সেখান থেকেই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে গিয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে স্ত্রী-সন্তানদের সঙ্গে সময় কাটিয়ে দেশে ফিরেছেন তিনি।

আইরিশদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে আঙ্গুলে চোট পেয়েছিলেন সাকিব। ইনজুরির ঠিক না হওয়ায় আসন্ন আফগান একমাত্র টেস্ট সিরিজটি মিস করবেন টাইগারদের টেস্ট অধিনায়ক।

দলে না থাকলেও আফগান সিরিজের আগেই তিনি দেশে ফিরেছেন। সোমবার ঢাকায় পা রাখেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে হাজির হন সাকিব। ইনডোরে টাইগার দলের অনুশীলনের ফাঁকে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কিছু সময় আলাপ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন