রূপগঞ্জে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে
নারায়নগঞ্জের রূপগঞ্জে উৎসব মুখর পরিবেশে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৬ জুন) দুপুরে পূর্বাচল উপশহরের জলসিঁড়ি আবাসন এলাকায় এ ফল উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, কর্নেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন,অধ্যাপক মেজর মোহাম্মদ আনিসুজ্জামান,মিসেস সাদিয়া বিনতে রশিদ, জনতা স্কুলের প্রধান শিক্ষক মোক্তার হোসেন, প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক করিম মিয়া,পলখান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, মোহাম্মদ বিপ্লব খান,মোহাম্মদ মোখলেস ভূইয়া সহ অনেকে। এদিকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া এবং বিভিন্ন ফলের গুনগত মান সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়। অনুষ্ঠানে ফল প্রদর্শনির পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফল ভিত্তিক ফ্যাশন শো অনুষ্ঠিত হয়।