আর্কাইভ থেকে ক্যাম্পাস

আপনার আর্থিক সাহায্যে জান্নাত ফিরে পেতে পারে নতুন জীবন

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট অব সায়েন্স ট্রেড এন্ড টেকনোলজির (আইএসটিটি) বিবিএ ডিপার্টমেন্টের শিক্ষার্থী জান্নাত আক্তার নিশি।

২০১৩, ২০১৭ ও ২০২২ তিন দফায় কোমোথেরাপি দিয়েও ক্যানসার থেকে রেহাই পাননি নিশি। কেমোথেরাপিতে কাজ না হওয়ায় সবশেষ চিকিৎসা হিসেবে বোনম্যারো ট্রান্সপ্লান্ট করতে বলেছেন চিকিৎসক। যার সর্বনিম্ন খরচ ১৫ লাখ টাকা।

এর আগে ৩ বার কেমোথেরাপি দিয়ে আর্থিকভাবে অস্বচ্ছল হয়ে যাওয়া পরিবারের পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসা করানো অসম্ভব। বর্তমানে তিনি ঢাকার সিএমএইচে ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. হক মাহফুজের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি স্বামী মো. আরমান হাসান সাংবাদিকতা পেশায় কর্মরত আছেন। তার স্বল্প আয়ে এত ব্যয়বহুল চিকিৎসা করানো অসম্ভব হয়ে পড়েছে। তাই অসহায় হয়ে সবার সহযোগিতা কামনা করছেন জান্নাত ও তার স্বামী আরমান।

আপনার আর্থিক সাহায্য পেলে জান্নাত ফিরে পেতে পারেন নতুন জীবন।

জান্নাতকে সাহায্য পাঠানোর ঠিকানা

বিকাশ পারসোনাল ও নগদ: ০১৭৭৬৪৩০২৫৪ (জান্নাতের স্বামী)

ব্যাংক অ্যাকাউন্ট নম্বর

১.আরমান হাসান ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: 0200015716811 ব্যাংক: আইএফআইসি ব্যাংক লিমিটেড ব্রাঞ্চ: কারওয়ান বাজার, ঢাকা।

২.জান্নাত আক্তার নিশি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: 20507290200127016 ব্যাংক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ব্রাঞ্চ: সেনপাড়া ব্রাঞ্চ, মিরপুর-১০, ঢাকা।

এ সম্পর্কিত আরও পড়ুন