আর্কাইভ থেকে বাংলাদেশ

বাংলাদেশ থেকে ডাক্তার-নার্স নেবে মালদ্বীপ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফরকালে বুধবার (২২ ডিসেম্বর) ওই দেশের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি হবে। এর আওতায় বাংলাদেশ থেকে ডাক্তার ও নার্স নেবে বলে জানিয়েছেন মালদ্বীপ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। 

বুধবার (২২ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে মালদ্বীপে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী। এ উপলক্ষে মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে এক সভায় দুই দেশের মধ্যকার বিভিন্ন চুক্তির প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ সময় উল্লিখিত তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

বাংলাদেশে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সার্বিক প্রস্তুতি আছে, জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর কোনো বিকল্প নেই। ভালো খবর হচ্ছে, দেশে এখনও ওমিক্রন ছড়ায়নি। সবাই এ ব্যাপারে সতর্ক না হলে নতুন এই ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়াবে। ওমিক্রনের ছড়িয়ে পড়া ঠেকাতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।’

সভায় স্বাস্থ্যমন্ত্রী জানান, ফ্রন্টলাইনার ও ষাটোর্ধ্ব ব্যক্তিরা আগের টিকা কার্ড নিয়ে কেন্দ্রে গেলেই তাদের বুস্টার ডোজ দেয়া হবে।

তিনি বলেন, ‘করোনার টিকার বুস্টার ডোজ সবাইকে দিতে সুরক্ষা অ্যাপ আপডেট করা হচ্ছে। কিছু সংশোধন করা হচ্ছে। এখন সীমিত পরিসরে ডাক্তার-নার্সসহ ফ্রন্টলাইনারদের বুস্টার ডোজ দেয়া হচ্ছে। এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে ৬০ শতাংশ মানুষকে। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৫ শতাংশ মানুষ।’

মন্ত্রী আরও বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে টিকা কার্যকরী ভূমিকা রেখেছে। এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে ৭ কোটি মানুষকে। দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে সাড়ে ৪ কোটি মানুষকে। সরকারের লক্ষ্য—১২ থেকে ১৩ কোটি মানুষকে টিকা দেয়া।’

এস

এ সম্পর্কিত আরও পড়ুন