আমেরিকার রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়লেন রিজওয়ান
পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানের নিজ ধর্মের প্রতি অগাধ প্রেম। ধর্মীয় বিধি নিষেধ পালনে বারবরই সচেতন রিজোয়ানকে বিভিন্ন সময় ম্যাচ চলাকালীন দেখা যেত মাঠেই দাঁড়িয়ে নামাজ আদায় করতে। বিভিন্ন দেশে ঘুরতে গিয়ে দেশগুলোর মসজিদে ইসলামিক বক্তৃতা দিতে দেখা গেছে এই উইকেটকিপার ব্যাটসম্যানকে।
এবার সেইসব ঘটনাকেও ছাপিয়ে গেলেন পাকিস্তানের এই ওপেনার। আমারিকার মাঝরাস্তায় গাড়ি থামিয়ে নামাজ পড়তে দেখা গেল তাঁকে।
পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক বাবর আজম ও রিজওয়ান দু’জনই আমেরিকায় গিয়েছিলেন ব্যবসায় শিক্ষার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান হার্ভার্ড বিজনেস স্কুলের ‘দ্য বিজনেস অব এন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস’ প্রোগ্রামে অংশ নিতে। সেখানে গিয়ে মোহাম্মদ রিজওয়ান এক শিক্ষিকাকে পবিত্র কোরআন শরীফ উপহাড় হিসেবে দিয়েছিলেন। যার ছবিও ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়।
এবার প্রোগ্রাম শেষে পথের ধারে দাঁড়িয়ে নামাজ আদায় করে সংবাদ মাধ্যমের শিরোনামে আসলেন রিজওয়ান।