কক্সবাজারে সন্তানদের খুনের পর মায়ের আত্মহত্যা
কক্সবাজারে দুই শিশু সন্তানকে বিষ পান করিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন মা। নিহতরা হলেন গৃহবধূ ইমতিয়াজ খানম জিসান, তার দুই শিশু কন্যা জাবিন ও জেরিন।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় ঈদগাঁও ইসলামপুর ইউনিয়নের উত্তর নাপিতখালী গ্রামে।
স্থানীয়রা জানায়, গৃহবধূর স্বামী শহীদ উল্লাহ লবণ ব্যবসায়ি। ঘটনার সময় তিনি বাড়ির বাইরে ছিলেন। তবে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তবে ঘটনাটি খতিয়ে দেখার কথা বলছে পুলিশ।
এস