দেশে আরও ১০৪ জনের করোনা শনাক্ত
দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। গেলো ২৪ ঘণ্টায় ১০৪ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১০০ জন রোগীই ঢাকার। অন্যরা ৪ জন ঢাকার বাইরের। তবে গেলো ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪০ হাজার ১১৮ জনে। এ সময়ে করোনায় মারা গেছেন ২৯ হাজার ৪৫১ জন।
বৃহস্পতিবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে এক হাজার ৩৬৫টি নমুনা সংগ্রহ করা হয়। এসময়ে পরীক্ষা করা হয় এক হাজার ৩৫৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৬৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ।
গেলো ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৬ হাজার ৫১০ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৫ শতাংশ।
এএম