মেয়েদের জ্বালাতনে হাসান মাহমুদকে বিয়ে দিচ্ছেন বাবা
আজ শুক্রবার ( ৯ জুন) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার হাসান মাহমুদ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। রাজধানী ঢাকাতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে তাঁর বিয়ে। অথচ তাঁর বয়স খুব বেশি নয়, মাত্র ২৩ বছর।
এতো দ্রুত ছেলেকে বিয়ে দেওয়ার ব্যাপারে হাসান মাহমুদের বাবা জানিয়েছেন ফেসবুকে মেয়েদের জ্বালাতন থেকে বাঁচতে ছেলের দ্রুত বিয়ে দিচ্ছেন। যাতে শুধু খেলার দিকেই মনোযোগ থাকে।
বৃহস্পতিবার (৮ জুন) গণমাধ্যম কর্মীদের হাসানের বাবা জানান, “ফেসবুকে যা শুরু হয়েছে, সেটা সহ্য করার মতো নয়। সব মেয়েরা কেবল অফার দিচ্ছে, আমার হাসানকে বিয়ে করতে চায়। এই কারণে সিদ্ধান্ত নিয়েছি, ও যেন ভালো থাকে, যেন একদিকে মন থাকে। তাই আমরা এই ব্যবস্থা করেছি।” আরও পড়ুন: মিয়ামির অবস্থান নিয়ে মেসিকে ‘খোঁচা’ দিলেন আগুয়েরো
এখন ছোট পরিসরে বিয়ের আয়োজন করলেও ওয়ানডে বিশ্বকাপের পর বড় করে বিয়ের অনুষ্ঠান করবেন বলেও জানিয়েন হাসান মাহমুদের বাবা। তাঁর ইচ্ছা আছে জাতীয় দলের সব ক্রিকেটারকে লক্ষীপুরে নিয়ে যাওয়া। শেরে বাংলা স্টেডিয়ামেও অনুষ্ঠান আয়োজনের ইচ্ছা আছে।
২০২০ সালের মার্চে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন হাসান মাহমুদ। এরপর ২০২১ সালের জানুয়ারিতে অভিষেক হয় এক দিনের ক্রিকেটে। ১১ টি-টোয়েন্টি ও ১৬ ওয়ানডেতে হাসান মাহমুদ ১৮টি করে উইকেট শিকার করেছেন।
এস