আর্কাইভ থেকে ফুটবল

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি উরুগুয়ে-ইতালি

আর্জেন্টিনায় চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইতালি ও উরুগুয়ে। প্রথম সেমিফাইনালে সাড়া জাগানো ইসরায়েলকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে উরুগুয়ে।

অন্যদিকে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয় দিয়ে ফাইনালে জায়গা করে নেয় ইতালি।

আগামী সোমবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় মাঠে গড়াবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনাল।

এর আগে, তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে রোববার (১১ জুন) দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ ইসরায়েল। দুটি ম্যাচই লা প্লাতার ইউনিকো দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এ নিয়ে তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে উরুগুয়ে। উরুগুয়ে ১৯৯৭ এবং ২০১৩ সালে টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল। সেলেস্তেরা যথাক্রমে আর্জেন্টিনা এবং ফ্রান্সের কাছে হেরেছিল।

 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন