হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার
নাটোর সদর হাসপাতাল থেকে চুরি হওয়া ব্যাংক কর্মকর্তা মাহফুজুর রহমানের একদিন বয়সী শিশু কন্যাকে কুষ্টিয়ার খাজানগর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত কাজলী বেগম কাজলকে গ্রেপ্তার করেছেন।
শনিবার (১০ জুন) ভোরে অভিযানে থাকা নাটোর সদর থানার উপপরিদর্শক জামাল উদ্দিন জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে নার্সের ছদ্মবেশী নারীর অবস্থান কুষ্টিয়ার খাজানগর এলাকায় নিশ্চিত হয়ে সেখানে অভিযান চালানো হয়। সেখানে থেকে অভিযুক্ত কাজলকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি নবজাতককে উদ্ধার করা হয়।
এরআগে শুক্রবার (০৯ জুন) দুপুর ১২টার দিকে নার্সের ছদ্মবেশী এক নারী নাটোর সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে গিয়ে দাদির কোল থেকে ডাক্তার দেখানোর কথা বলে একদিন বয়সী কন্যা শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।