আর্কাইভ থেকে দেশজুড়ে

খুলনা সিটি নির্বাচন: মধ্যরাতে শেষ হচ্ছে প্রচারণা

আসন্ন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ রাত ১২টায়। এরপর কোনো ধরনের মিছিল বা প্রচার চালালে শাস্তিমূলক ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১০ জুন) রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার মধ্যরাত থেকে খুলনা সিটি নির্বাচনের প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাবে। আগামী ১২ জুন ৩ হাজার ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, কেসিসি নির্বাচনের মেয়র পদে পাঁচজন প্রার্থী হয়েছেন। তারা হলেন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাপার শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবদুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্রপ্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল) প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন