সংলাপে যাবে না বাসদ, ৫ সুপারিশ দিয়ে রাষ্ট্রপতিকে চিঠি
রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির চলমান সংলাপে যোগ দেবে না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সংলাপে যোগ দিতে অপারগতা প্রকাশ করে শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে বঙ্গভবনে একটি চিঠি পাঠিয়েছে বাসদ। সেখানে পাঁচ দফা সুপারিশ সংযুক্ত করা হয়েছে।
চিঠিতে রাষ্ট্রপতির সংলাপের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বাসদ বলেছে, ২০১২ ও ২০১৭ সালের সংলাপে দলের দেওয়া প্রস্তাবের কোনো বাস্তবায়ন হয়নি। তাই দলটি আগের প্রস্তাবগুলোর পুনরাবৃত্তি করতে চায় না।
এ সময় আগের প্রস্তাবগুলো বাস্তবায়নে রাষ্ট্রপতিকে উদ্যোগী ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি নির্বাচন কমিশন আইন প্রণয়ন, নির্বাচন কমিশনারের সংখ্যা ৮ জন করা, না ভোটের বিধান রাখাসহ পাঁচ দফা সুপারিশ করা হয়।
বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন গণমাধ্যমে বলেন, আমরা বঙ্গভবনে চিঠি দিয়েছি। চিঠিতে রাষ্ট্রপতির বিবেচনার জন্য ২০১৭ সালের সংলাপের আমাদের পাঁচ দফা সুপারিশ সংযুক্ত করেছি।
যদিও গত ১৯ ডিসেম্বর বঙ্গভবন থেকে একটি চিঠি পাঠিয়ে বাসদকে ২৬ ডিসেম্বর সংলাপে যোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল।
মুক্তা মাহমুদ