ঈদের আগে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ
কুরবানির ঈদের আগে রেমিট্যান্স প্রবাহ বেশ বেড়েছে। চলতি মাসের প্রথম ৯ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ৫৭ কোটি ৫৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬ হাজার ২৪৫ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে জানানো হয়, চলমান জুনের শুরু থেকে প্রতিদিন প্রায় ৬ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স আসছে। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে তা ২ বিলিয়নের কাছাকাছি যাবে।
সবশেষ মে মাসে ১৬৯ কোটি ১৬ লাখ ৩০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সে হিসাবে এখন পর্যন্ত চলতি মাসে রেমিট্যান্স প্রবাহে গতি ঊর্ধ্বমুখী।
কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা বলছেন, সামনে পবিত্র ঈদুল আজহা। একে কেন্দ্র করে মাসের বাকি সময়ে আরও বেশি রেমিট্যান্স আসবে। ফলে প্রবাহে গতি বাড়বে।
তারা আরও বলেন, সামনে কুরবানি ও কেনাকাটার জন্য পরিবারের কাছে অর্থ পাঠাবেন প্রবাসীরা। ফলে মাস শেষে তা প্রায় ২ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে।
জুনের প্রথম ৯ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ১১ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ১৫ লাখ ৬০ হাজার ডলার এসেছে।
আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪২ কোটি ৭৪ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ২১ লাখ ডলার এসেছে।