আর্কাইভ থেকে ক্রিকেট

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন উরুগুয়ের

আর্জেন্টিনায় অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে উরুগুয়ে। ফাইনালে ইতালিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ল্যাতিন আমেরিকার দেশটি।

রোববার ( ১১ জুন) আর্জেন্টিনার টোলোসার ডিয়াগো ম্যারাডোনা স্টেডিয়ামে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ ছিল উরুগুয়ের। তবে বল দখলে এগিয়ে ছিল ইতালিয়ান যুবার। পুরো ম্যাচে ইতালির গোলবারে ১৫টি শট নিয়েছে উরুগুইয়ানরা। অন্যদিকে ইতালি নিয়েছে মাত্র তিনটি শট, যার একটিও লক্ষ্যে ছিল না।

একের পর এক আক্রমণ চালালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না, দক্ষিণ আমেরিকার দলটি। ম্যাচের শুরু থেকেই সমান তালে আক্রমণ চালালেও গোলশূন্য ব্যবধানেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও চলতে থাকে একই ধাঁচের আক্রমণ। তবে কোনো দলই পাচ্ছিল না জালের দেখা।

একপর্যায়ে অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ানোর শঙ্কাও জেগেছিল। তবে শঙ্কা উড়িয়ে ম্যাচের শেষ দিকে গোল করে ইতালির শিরোপা স্বপ্ন ধূলিসাৎ করেন লুসিয়ানো রদ্রিগেজ। ম্যাচের অন্তিম মুহূর্তে ৮৬তম মিনিটে দলকে সাফল্য এনে দেন ১৯ বছর বয়সী এ ফরোয়ার্ড।

 

এ সম্পর্কিত আরও পড়ুন