আর্কাইভ থেকে জাতীয় পার্টি

উপনির্বাচনে জাপার প্রার্থী ঘোষণা

ঢাকা-১৭ ও চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি।

বুধবার (১৪ জুন) প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (১৩ জুন) সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। এরপর বুধবার পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে মেজর (অব.) সিকদার আনিছুর রহমান এবং চট্টগ্রাম-১০ আসনে মো. সামসুল আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ মে সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক মারা যাওয়ায় ঢাকা-১৭ আসন এবং গত ২ জুন সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের মৃত্যুতে চট্টগ্রাম-১০ আসন শূন্য ঘোষণা করা হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন