আর্কাইভ থেকে ক্রিকেট

আফগানদের ফলোঅনে না পাঠিয়ে বড় লিডের দিকে বাংলাদেশ

প্রথম ইনিংসে ৫ উইকেট হাতে রেখে ৩৬২ রানে প্রথম দিন শেষ করার পর দ্বিতীয় দিনে বাংলাদেশের শুরুটা একদম ভালো হয়নি। মাত্র ২০ রান যোগ করতেই টাইগাররা হারিয়ে ফেলে সব উইকেট।

এরপর আফগানিস্তান তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামলে রীতিমতো ছেলেখেলা শুরু করে বাংলাদেশি বোলাররা। টাইগারদের বোলিং তোপে মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।

বৃহস্পতিবার (১৫ জুন) মিরপুর শেরে বাংলায় আফগানদের ফলো অন এড়াতে প্রয়োজন ছিল ১৮২ রান। তবে সেটা করতে পারেনি দলটির ব্যাটাররা, ১৪৬ রানেই অলআউট হয়ে যায় তারা। কিন্তু সফরকারীদের ফলোঅনে না পাঠিয়ে ফের ব্যাট করতে নামার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস।

তবে লিড বড় করার লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে ১৭ রান করে ফিরে যান প্রথম ইনিংসে ৭৬ রান করা মাহমুদুল হাসান জয়। এরপর নাজমুল হোসান শান্তকে নিয়ে ইনিংস বড় করছেন জাকির হাসান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত  ১৫ ওভার শেষে ১ উইকেট হারিয়ে   ৮৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন