আর্কাইভ থেকে ক্যাম্পাস

ঢাবি শিক্ষার্থীর ওপর হামলা, সড়ক অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের ছাত্রদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর সমর্থকদের বিরুদ্ধে চানখারপুলে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।

বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যা থেকে তারা বিক্ষোভ শুরু হয়েছে।

ঢাবি শিক্ষার্ধীদের দাবি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মানিকের সমর্থকদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের চার শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীরা হলেন, রায়হান, নিপু, সজীব ও কাউসার।

অমর একুশে হলের এক শিক্ষার্থী গণমাধ্যমে বলেন, আমাদের হলের সামনে সবসময় যানজট লেগে থাকে। আজ সন্ধ্যার আগে আমাদের কিছু সিনিয়র ভাই সেখানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মানিকের সমর্থকরা ১০ থেকে ১৫টি মোটরসাইকেল নিয়ে উল্টা পথে আসেন। আমাদের এক সিনিয়র ভাই, তাদের কাছে উল্টা পথে আসার কারণ জানতে চাইলে মারধর শুরু করে। এতে চার শিক্ষার্থী আহত হন। এ সময় ছাত্রদের বাঁচাতে হলের স্টাফরা এগিয়ে আসলে তাদেরও মারপিট করে কাউন্সিলরের সমর্থকরা। ঘটনার সময় কাউন্সিলর মানিক সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি অস্ত্র প্রদর্শন করেন।

এদিকে হামলার প্রতিবাদে চানখারপুল হানিফ ফ্লাইওভার সড়ক অবরোধ করে রেখেছেন ঢাবি শিক্ষার্থীরা। এতে আশপাশের সকল রাস্তা বন্ধ হয়ে আছে। চরম দুর্ভোগেপড়েছে যাত্রীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন