আর্কাইভ থেকে বাংলাদেশ

ফ্রান্স ও ইতালিতে করোনার রেকর্ড

গেলো ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৩২ হাজার ৮২৪ জন। ২৪ ঘণ্টায় মারা গেছে পাঁচ হাজার ৬২৭ জন। গেলো ২৪ ঘণ্টায় সুস্থ্ হয়েছে পাঁচ লাখ ছয় হাজার ৭৯৮ জন।

এরমধ্যে ফ্রান্স ও ইতালিতে করোনার রেকর্ড সৃষ্টি হয়েছে।

গেলো ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩২ হাজার ২০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ফ্রান্স মোট ৯৯ লাখ ৭২ হাজার ৮০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট মারা গেছেন এক লাখ ২৩ হাজার ৭৪১ জন। গেলো ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ১৮৯ জন।

অন্যদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ইতালিতে এক লাখ ৪৪ হাজার ২৪৩ মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ৬১ লাখ ২৫ হাজার ৬৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট মৃত্যু হয়েছে এক লাখ ৩৭ হাজার ৪০২ জনের। গেলো ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৫৫ জন।

বিশ্বজুড়ে আজ শনিবার (১ জানুয়ারি,২০২২) পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ কোটি ৮৫ লাখ ১৩ হাজার ২৬৬ জন। মারা গেছেন ৫৪ লাখ ৫২ হাজার ৯০০ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫ কোটি ৩৬ লাখ ৮৭ হাজার ৭১৩ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন