আর্কাইভ থেকে দেশজুড়ে

ফুটওভারব্রীজের দাবিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

মুন্সিগঞ্জের শ্রীনগর হাঁসাড়া এলাকায়  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ফুটওভারব্রীজ নির্মানের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীসহ স্থানীয়রা । 

সোমবার (০১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে এলাকাবাসী ও শিক্ষার্থীরা এক্সপ্রেসওয়েতে প্রথমে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে পরে সড়ক অবরোধ করে। এতে প্রায় দেড় ঘন্টারও বেশি সময় ধরে এক্সপ্রেসওয়েতে যানচলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

এ সময় মানববন্ধনকারীরা জানান মহাসড়কে ঝুঁকিপূর্ণ এসব স্থানে দ্রুত  ফুটওভারব্রীজ নির্মান করা না হলে আরো জোরালো আন্দোলনে নামবেন তারা।

এ বিষয়ে হাসাড়া হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ আবজাল হোসেন জানান, স্থানীয়রা সড়ক অবরোধ করলে মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে।

পরে বেলা সাড়ে ১২টার দিকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়ে  উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের আশ্বাসে অবরোধকারীরা সড়ক থেকে সরে যায়। পরে ধীরে ধীরে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন