আর্কাইভ থেকে ক্রিকেট

মুশফিককে ১০ লাখ টাকার বিশেষ সম্মাননা দিল বিসিবি

বাংলাদেশ ক্রিকেটে মিডল অর্ডারে অন্যতম ভরসার নাম মুশফিকু রহিম। ২০০৫ সালে লর্ডস টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুশফিকের। এক সময় নেতৃত্বও দিয়েছেন টাইগার বাহিনীকে। বাংলাদেশের জার্সিতে তিন ফরম্যাট মিলিয়ে মুশফিকের রান ১৪ হাজারেরও বেশি।

১৯ বছরের ক্যারিয়ারে অনন্য অবদান স্বরুপ  এবার মুশফিকে বিশেষ সম্মাননা দিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাঁকে ১০ লাখ টাকা প্রদান করবে বিসিবি।

মুশফিককে বিশেষ সম্মাননা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সাথে বিসিবি সভাপতি জানিয়েছেন, ক্রিকেটারদের মধ্যে কেবল মুশফিকই পাচ্ছেন আর্থিক এই সম্মাননা।

গণমাধ্যমকে পাপন জানান, “মুশফিক একদিন আমাকে বলছিলো খেলা শেষ করে, যে আপনি কোনো দিন আমাকে কিছু দেননি। তাই এটা শুনে আসলে আমিও চিন্তা করে দেখলাম আমিও তো আলাদা করে ওকে কিছু দেইনি। সেজন্যই তাঁকে এটা (আর্থিক সম্মাননা) দেয়া হয়েছে। কিন্তু এটা যদি মিডিয়ায় আসে তাহলে সবাই চাবে। আর এটাই লাস্ট আর কাউকে দিবো না।”

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন