প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান সাংবাদিক নাদিমের স্ত্রী
আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আপনারা যেভাবেই হোক আমাকে তার সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেবেন। বললেন সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম।
সোমবার (১৯ জুন) দুপুরে জামালপুর প্রেস ক্লাবে নাদিমের শোকসভা ও মিলাদ মাহফিলে সন্তানদের নিয়ে উপস্থিত হয়ে তিনি এ কথা জানান।
মনিরা বেগম বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আপনারা যেভাবেই হোক আমাকে তার সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেবেন। আমি তার সঙ্গে কথা বলতে চাই। আমার স্বামী হত্যার বিচার চাই। আমার স্বামীর জন্য রাষ্ট্রীয় মর্যাদা চাই।
তিনি বলেন, আমার ছেলে অথবা মেয়ে কোনো সাংবাদিককে যদি পরিচয় দেয় তাহলে যেন একটু সহযোগিতা করা হয়। এছাড়া স্বামী হত্যার বিচার যতদিন শেষ না হয় ততদিন সাংবাদিকদের পাশে থাকার অনুরোধ জানিয়ে মনিরা বেগম বলেন, আমার স্বামী কত বলতো আমাকে প্রেস ক্লাবে আসতে। কিন্তু আসতাম না। আজ আমার স্বামী মারা যাওয়ার পর এখানে এসে বিচার চাইতে হচ্ছে।
সাংবাদিক নাদিমের শোকসভায় বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক নাদিম গেলো বুধবার রাত ১০টার দিকে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন। বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।