আর্কাইভ থেকে ফুটবল

ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথমার্ধ শেষে ১ গোলে এগিয়ে আর্জেন্টিনা

ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সোমবার (১৯ জুন)ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়াম বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়েছে ম্যাচটি।

খেলায় প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে আর্জেন্টিনা।

 

¡GOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOLAZO DE #ARGENTINA, LO HIZO LEANDRO PAREDES!👊🏼🤩🔥 pic.twitter.com/wCQbWNEJNL

— Argentina Gol (@BocaJrsGolArg) June 19, 2023

৩৮ তম মিনিটে আলবিসেলেস্তাদের হয়ে একমাত্র গোলটি করেন লিয়ান্দ্রো পারেদেস। ডি বক্সের বেশ দূর থেকে জোরালো শটে বল ইন্দোনেশিয়ার জালে জড়ান এই মিডফিল্ডার।

এ সম্পর্কিত আরও পড়ুন