আর্কাইভ থেকে ক্রিকেট

সাদা পোশাকে এ যেন অন্য এক বাংলাদেশ

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টানা দুই টেস্টে নাস্তানাবুদ হওয়া দলটা হঠাৎই বদলে যাওয়া এক অন্য বাংলাদেশ। তাও আবার ভিন্ন কন্ডিশনে। বর্তমানে টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের মাঠে দাপটের সাথে খেলছে মুমিনুল হকের দল।

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে আগের দু’দিনের দাপট ধরে রেখে স্বাগতিকদের বিপক্ষে লিড নিয়েছে টাইগাররা। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ৩২৮ রানে গুটিয়ে দেয় শরিফুল-মিরাজরা। ব্যাট হাতে ও নিজেদের সামর্থ্যের সবটুকু নিংড়ে দিয়েছে জয়-মুমিনুল-লিটনরা। তৃতীয় দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৬ উইকেটে ৪০১ রান। ইয়াসির আলী রাব্বি ১১ ও মেহেদি হাসান মিরাজ ২০ রানে অপরাজিত আছেন।  স্বাগতিকদের চেয় এখনো ৭৩ রানে এগিয়ে টাইগাররা। হাতে আছে আরো ৪টি উইকেট।

২ উইকেটে ১৭৫ নিয়ে তৃতীয় দিন আজ (৩ জানুয়ারি) খেলা শুরু করে বাংলাদেশ দল। আগের দিন ৭০ রানে অপরাজিত থাকা মাহমুদুল হাসান জয় সাজঘরে ফিরেছেন ৭৮ রানে। সুবিধা করতে পারেননি মুশফিকুর রহীমও। ১২ রান করে দলীয় ২০৩ রানের মাথায় আউট হন তিনি।

মুশির বিদায়ের পর দলকে ১৫৮ রানের জুটি উপহার দেন লিটন দাস ও মুমিনুল হক।  সকালের মন্থর ব্যাটিংয়ের চিত্র পাল্টে দ্বিতীয় সেশনে শুরু হয় রান উৎসব। প্রথম সেশনে ২৬ ওভারে মাত্র ৪৫ রান তুলেছিলো বাংলাদেশ। বিরতি থেকে ফিরে দ্বিতীয় সেশনে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে তুলেছে ৮৭ রান। তাদের ব্যাটে পাত্তাই পাইনি ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, নেইল ওয়াগনার, কাইল জেমিসনরা। 

২৪৪ বলে ১২টি চারের সাহায্যে ৮৮ রানের ইনিংস খেলে ট্রেন্ট বোল্টের শিকার হন বাংলাদেশ অধিনায়ক। এলবিডাব্লিউ থেকে বাঁচতে পারেননি রিভিউ নিয়েও। লিটন দাসের অবস্থাও একই। তিনিও শতক হাতছাড়া করেছেন, সাজঘরে ফেরেন ৮৬ রান করে। দ্রুত মুমিনুল-লিটন ফেরায় তৃতীয় সেশনে স্কোর বোর্ডে রান জমা পরে মাত্র ৪১। 

কিউইদের পক্ষে নিল ওয়াগনার ও  ট্রেন্ট বোল্ট তিনটি করে উইকেট দখল করেছেন। র‍্যাঙ্কিংয়ের বিশাল পার্থক্যের পরও টেস্টের নাটাই এখন বাংলাদেশের হাতে।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন