আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

বুস্টার ডোজ নিয়েও করোনা আক্রান্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

বুস্টার ডোজ নেয়ার পরও করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। খবর- আল জাজিরা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন থেকে এক বিবৃতিতে জানানো হয়, ওমিক্রনে আক্রান্ত প্রতিরক্ষামন্ত্রী কোয়ারেন্টিনে আছেন। ২ জানুয়ারি (রোববার) তার করোনার রিপোর্ট পজেটিভ আসে।

বিবৃতিতে জানানো হয়, বুস্টার ডোজ নেয়ার কারণে করোনাভাইরাসের হালকা উপসর্গ রয়েছে তার শরীরে। ওমিক্রণে আক্রান্ত প্রতিরক্ষামন্ত্রী লয়েড আগামী পাঁচ দিন কোয়ারেন্টিনে থাকবেন নিজ বাড়িতেই।  তবে এ সময়েও নির্ধারিত সব বৈঠকে ভার্চুয়ালি অংশ নেবেন। 

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী তার বিবৃতিতে বলেন, আমি করোনায় আক্রান্ত হলেও কোভিড-১৯ প্রতিরোধী উভয় ডোজ টিকা নেওয়া এবং অক্টোবরের শুরুতে টিকার বুস্টার ডোজ নেওয়ার কারণে আমার শরীরে ভাইরাসের উপসর্গ অনেক হালকা ভাবে দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তিনি আরো বলেন, বুস্টার ডোজের জন্য যারা যোগ্য প্রত্যেককেই তা নেওয়ার জন্য আমি উৎসাহিত করে যাব।

যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর সংখ্যা। সম্প্রতি মার্কিন কংগ্রেসের বেশ কয়েকজন সদস্যও আক্রান্ত হয়েছেন কোভিড-১৯’এ।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন