আর্কাইভ থেকে ফুটবল

গিনেস বুকে নাম লেখানোর দিন রঙিন করলেন রোনালদো

অন্তর্জাতিক ফুটবলে ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ২০০ ম্যাচ খেলার রেকর্ড গড়ে গিনেস বুকে নাম লেখালেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। উপলক্ষটা রঙ্গিন করেছেন গোল করে দলকে জিতিয়ে।

গতকাল বুধবার ইউরো ২০২৪ বাছাইপর্বে ম্যাচের ৮৯ রোনালদোর একমাত্র গোলে আইসল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে পর্তুগাল। অন্তর্জাতিক ফুটবলে এটি তাঁর ১২৩ তম গোল।

এই জয়ে ইউরো বাছাইয়ে নিজেদের গ্রুপে শীর্ষে থাকলো পর্তুগাল। ৪ ম্যাচের সব কটিতে জয় নিয়ে তাদের পয়েন্ট সংখ্যা ১২। দ্বিতীয় স্থানে থাকা স্লোভাকিয়া পর্তুগালের চেয়ে পিছিয়ে ২ পয়েন্টে।

দেশের হয়ে ২০০ তম ম্যাচ খেলে দারুণ উচ্ছ্বসিত আল নাসর তারকা। ম্যাচ শেষে জানালেন, “এটা দুর্দান্ত একটা অর্জন আমার ক্যারিয়ারে। সত্যিই অনন্য অর্জন।”

রোনালদো অবশ্য সবচেয়ে বেশি গোল করে তাঁর দলকে জেতাতে পেরে, “এ ম্যাচে আমার গোলে আমার দল জিতেছে। এটা আমার ২০০ ম্যাচ খেলার অর্জনের চেয়েও বিশেষ।”

 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন