আর্কাইভ থেকে এশিয়া

৩ জনের করোনা শনাক্ত, লকডাউনের কবলে চীন

চীনে উপসর্গহীন তিন জনের করোনা শনাক্ত হওয়ায় দেশটির শহরে লকডাউন জারি করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) দেশটির মধ্যাঞ্চলীয় ইউঝৌ শহরে ১১ লাখের বেশি মানুষকে বাড়িতেই থাকার নির্দেশ দেওয়া হয়। ওই তিনজনের করোনা শনাক্ত হওয়ার পর মঙ্গলবার কর্তৃপক্ষ শহরজুড়ে লকডাউন জারি করেন। খবর: এএফপির

এরই মধ্যেই শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বাস এবং ট্যাক্সি চলাচল স্থগিত করেছে। এছাড়া শপিংমল, জাদুঘর এবং পর্যটন এলাকা বন্ধ রাখা হয়েছে।

এদিকে, মঙ্গলবার চীনে নতুন করে ১৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচজন হেনান প্রদেশের এবং আটজন পূর্বাঞ্চলীয় নিংবো শহরের একটি পোশাক কারখানার শ্রমিক।

২০১৯ সালের শেষের দিকে প্রথম করোনা ভাইরাসের আবির্ভাব হওয়ার পর থেকেই চীন ‘জিরো কোভিড’ নীতি গ্রহণ করে। সীমান্তে কড়াকড়ি কঠোর করে। টার্গেটেড লকডাউন দেয়। কিন্তু সম্প্রতি স্থানীয় পর্যায়ে সংক্রমণ দেখা দেয়ায় তাদের সেই নীতি এখন চাপের মুখে। 

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন