আর্কাইভ থেকে জাতীয়

অপ্রীতিকর ঘটনা ঘটেনি, ভোট নিয়ে আমরা সন্তুষ্ট : সিইসি

রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন ভোটে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে বৃষ্টির জন্য কিছুক্ষণ ভোটগ্রহণে ব্যাঘাত ঘটেছিল। এই দুই সিটি ভোট নিয়ে আমরা সন্তুষ্ট। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বুধবার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই দুই সিটির ভোট মনিটরিং শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সিইসি বলেন, দিনভর আমরা নির্বাচন মনিটরিং করেছি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশ সম্পন্ন হয়েছে। কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সে কারণে সন্তুষ্ট বোধ করছি। তিনি বলেন, অবাধে ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোথাও বাধাপ্রাপ্ত হওয়ার খবর আমরা পাইনি। আমরা মনে করি সার্বিকভাবে আজকের নির্বাচন ভালো হয়েছে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, সিসি ক্যামেরায় আমরা দেখেছি একজন নারী একাধিকবার ভেতরে যাচ্ছেন। সেটা আমরা তদন্ত করব। ৫ থেকে ১০ মিনিটের মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আধা ঘণ্টার মধ্যে জানতে পেয়েছি বিচারিক ম্যাজিস্ট্রেট তাকে তিনদিনের সাজা দিয়েছেন। এটা একটা দৃষ্টান্ত হতে পারে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাজশাহীতে আনুমানিক ৫২ থেকে ৫৫ শতাংশ উপস্থিতি হয়েছে। সিলেটে কম বেশি ৪৬ শতাংশ উপস্থিতি জানতে পেরেছি। কিছুটা হেরফের হতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন