আর্কাইভ থেকে আইন-বিচার

কক্সবাজার ধর্ষণ মামলা: ৩ দিনের রিমান্ডে আশিক

কক্সবাজারের নারী পর্যটককে দলবেধে ধর্ষণের মামলার প্রধান আসামি আশিকুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার ( ৪ জানুয়ারি) দুপুরে কক্সবাজার সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের আদালতে এই রায় দেওয়া হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিন জানান, গতকাল (৩ জানুয়ারি) ঢাকা থেকে আনার পর আশিককে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। 

গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে ২৫ বছর বয়সী এক পর্যটক নারীকে তুলে নিয়ে স্বামী-সন্তানকে জিম্মি করে কয়েক দফা ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় একটি অপরাধী চক্রের বিরুদ্ধে। 
সে ঘটনায় মামলার প্রধান আসামি কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার আব্দুল করিমের ছেলে আশিকুল ইসলাম আশিক। গত ২৬ ডিসেম্বর রাতে তাকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

মামলার এজাহারভুক্ত মেহেদী হাসান বাবু, ইসরাফিল হুদা জয় ও রিয়াজ উদ্দিন ছোটনকেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হয়েছেন আরও তিনজন।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন