আর্কাইভ থেকে দেশজুড়ে

দীর্ঘ ১০ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারের একটি হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর ধরে পলাতক আসামি শিউলী বেগমকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৩ (র‍্যাব)।

বুধবার (২২ জুন) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে শিউলীকে রাজধানীর ভাষানটেক থেকে গ্রেপ্তার করে র‍্যাব-৩। বৃহস্পতিবার (২২ জুন) র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৩ সালে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শিউলী বেগম। ওই বছর মামলাটি রুজু করার পর থেকে শিউলী বেগম পলাতক ছিলেন। এই দীর্ঘ ১০ বছর ধরে শিউলী বেগম রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আত্মগোপনে ছিলেন।

তিনি আরও জানান, বুধবার রাতে রাজধানীর ভাষানটেক এলাকা থেকে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে শিউলী।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।

এ সম্পর্কিত আরও পড়ুন