স্লো ওভার রেটের নতুন শাস্তি, টি-টোয়েন্টিতে থাকছে বাড়তি বিরতি
ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের নাম টি-টোয়েন্টি। এটা সবারই জানা। নতুন করে বলার কারণ হলো, ধীরে ধীরে বিশ্বঅর্থনীতির চাপে কিংবা যুগের চাহিদার সাথে মিল রেখে হলেও, ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে বাড়ছে বিজ্ঞাপণ ও বিপণনের চাহিদা। ম্যাচের আগে ও পরে, প্রতি ওভারের শেষে, উইকেট পতনের পর, পানি পানের বিরতি ও দুই ইনিংসের বিরতিতে ভরপুর বিজ্ঞাপণের সুযোগ মেলে জনপ্রিয় এই ফরম্যাটে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যোগ হয়েছে স্ট্র্যাটেজিক টাইম আউটের মতো বিরতিও।
এবারে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মতো বাড়তি আরেকটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যোগ করতে চলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি। নিজস্ব ওয়েবসাইটে তারা জানিয়েছে, এখন থেকে একটি বাড়তি পানি পানের বিরতি থাকবে প্রতি ম্যাচে। প্রতি ইনিংসে দুই দলের সম্মতিতে রাখা হবে আড়াই মিনিটের ড্রিংকস ব্রেক। শুক্রবার (০৭ জানুয়ারি) এক বিবৃতিতে আইসিসি নিশ্চিত করেছে নতুন এ নিয়ম।
যেখানে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ে ফিল্ডিং টিম যদি নির্ধারিত ওভার শেষ করতে না পারে তাহলে ম্যাচের বাকি ওভারগুলোতে ফিল্ডিং টিম ৩০ গজের বাইরে একজন কম ফিল্ডার নিয়ে ফিল্ডিং সাজাবে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে শুরু করা হয় বাড়তি ড্রিংকস ব্রেক। এবারে সব আন্তর্জাতিক সিরিজেই এটি করতে চায় আইসিসি। একই সঙ্গে স্লো ওভার রেটের শাস্তিতেও পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি। নির্দিষ্ট সময়ের মধ্যে ফিল্ডিং টিম যদি নির্ধারিত ওভার শেষ করতে না পারে তাহলে ম্যাচের বাকি ওভারগুলোতে ফিল্ডিং টিম ৩০ গজের বাইরে একজন কম ফিল্ডার নিয়ে ফিল্ডিং করবে।
ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের মধ্যেকার টি-টোয়েন্টি সিরিজ দিয়ে বাস্তবায়িত হতে যাচ্ছে এ পরিবর্তনগুলো। ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে উইন্ডিজ-আয়ারল্যান্ড সিরিজ।
হাসিব মোহাম্মদ