ক্রাইস্টচার্চ টেস্টের প্রস্তুতিতে বাংলাদেশ
প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০তে এগিয়ে মুমিনুল হকের বাংলাদেশ দল। রোববার (০৯ জানুয়ারি) দ্বিতীয় টেস্টে হ্যাগলি ওভালে কিউইদের মুখোমুখি হবে টিম টাইগার্স।
আজ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে তাওরাঙ্গা ছেড়ে ক্রাইস্টচার্চে পৌঁছায় বাংলাদেশ দল। সেখানে পুরো দিন বিশ্রামে কাটায় টাইগাররা। ক্রাইস্টচার্চে এর আগে একটি টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিলো বাংলাদেশ। ২০১৬ সালের সে ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে হারে মুশফিকরা।
এবার ক্রাইস্টচার্চে সিরিজে এগিয়ে থেকে খেলতে নামবে বাংলাদেশ। এ টেস্ট ড্র করলেই নিউজিল্যান্ডের মাঠে সিরিজ জয়ের ইতিহাস গড়বে মুমিনুল হকরা। প্রথম টেস্টে ইনজুরিতে পরেছেন মাহমুদুল জয়। তার জায়গায় ক্রাইস্টচার্চে দলে ফেরার সম্ভাবনা রয়েছে নাঈম শেখের। রোববার (০৯ জানুয়ারি) সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ঢাকার সময় ভোর ৪টায়।
হাসিব মোহাম্মদ