আর্কাইভ থেকে দেশজুড়ে

প্রবল বৃষ্টিতে ভিজে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে নামাজ আদায়

প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। বৈরী আবহাওয়া ও প্রবল বৃষ্টিপাতের মধ্যেই ঈদগাহে নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৯টায় অনুষ্ঠিত হয় জামাত। নামাজ শেষে দেশ, জনগণ ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে ছাতা পলিথিন মাথায় নিয়ে কয়েক হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। একসঙ্গে অনেক মানুষের সঙ্গে নামাজ আদায় করলে সওয়াব বেশি হয়, সেই ধর্মীয় বিশ্বাস থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নামাজ আদায় করতে আসেন মানুষজন। সন্তুষ্টিও ছিল মুসল্লিদের মুখে।

এবার অনুষ্ঠিত হয়েছে ১৯৬তম ঈদুল আজহার জামাত। ইমামতি করেন মাওলানা হিফজুর রহমান খান।

জামাত ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা ছিল মাঠ জুড়ে। বৃষ্টির কারণে মুসল্লির সংখ্যা কম হয়েছে বলে জানান আয়োজক কমিটি।

উল্লেখ্য, ১৮২৮ সালে শোলাকিয়া মাঠে ১ লাখ ২৫ হাজার বা সোয়া লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া,’ যা এখন শোলাকিয়া নামে পরিচিত।

এ সম্পর্কিত আরও পড়ুন