আর্কাইভ থেকে আওয়ামী লীগ

‘বিদেশি প্রভুদের কাছে কাল্পনিক অভিযোগ করছে বিএনপি’

বাংলাদেশের জনগণ বরাবরই বিএনপির এসব মিথ্যাচার প্রত্যাখ্যান করেছে। সাজানো ও সম্পূর্ণ মিথ্যা ঘটনার বর্ণনা দিয়ে বিএনপি বিদেশি প্রভুদের কাছে তথাকথিত জুলুম-অত্যাচারের কাল্পনিক অভিযোগ উপস্থাপন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৩০ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

কাদের বলেন, ক্ষমতা দখলে উন্মত্ত হয়ে বিএনপি নেতারা স্যোশাল মিডিয়ায় বিভিন্ন ধরণের বিদ্বেষমূলক, বিভ্রান্তিকর ও বানোয়াট তথ্য দিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অনুরূপভাবে তারা বিদেশি প্রভুদের কাছেও কাল্পনিক অভিযোগ উপস্থাপন করছে।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ বরাবরই বিএনপির এসব মিথ্যাচার প্রত্যাখ্যান করেছে। আগামীতেও জনগণ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সকল অপপ্রচার ও ষড়যন্ত্র প্রতিরোধ করবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি ক্ষমতা দখল করতে এতটাই মরিয়া যে, তারা দেশের কিংবা দেশের জনগণের কোনো প্রকার কল্যাণ চিন্তা করতে পারে না।

ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করছে। দুর্ভোগ-দুর্যোগ ছাড়া সাধারণ মানুষ ঈদ উদযাপন করায় বিএনপি নেতাদের মন খারাপ।

তিনি বলেন, দেশের জনগণ আনন্দে থাকলে বিএনপি নেতাদের গাত্রদাহ হয়। জনগণ আনন্দে থাকুক নিরাপদে থাকুক বিএনপি সেটা চায় না। জনগণ কষ্টে থাকুক সেটাই তাদের বাসনা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন