ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মায়ের মৃত্যু, দগ্ধ দুই ছেলে
বাড়িতে আগুন লেগে মৃত্যু হয়েছে এক নারীর। এ ঘটনায় আহত হয়েছে ওই নারীর দুই ছেলে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) রাত আড়াইটার দিকে রাজশাহীর বাগমারা উপজেলার মাদারীগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, নিহত মায়ের নাম ফরিদা ইয়াসমিন। আহত দুই ছেলের নাম রাশিদুল বাশার ও রাফিউল বাশার। রাশিদুল ইন্টার্ন চিকিৎসক ও রাফিউল একাদশ শ্রেণির ছাত্র। অগ্নিকাণ্ডের ঘটনায় মায়ের মৃত্যু হয়েছে, দুই ছেলে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, ঈদের দিন সকালে ফরিদা ইয়াসমিন তার দুই ছেলেকে নিয়ে রাজশাহী থেকে গ্রামের বাড়িতে যান। রাতে তারা বাড়ির দ্বিতীয় তলায় আলাদা কক্ষে ঘুমান। হঠাৎ করে ঘুম ভেঙে আগুন দেখতে পেয়ে তারা বাইরে আসার চেষ্টা করলে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান ফরিদা। স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করে। পরে তাদের অবস্থার অবনতি হলে শুক্রবার (৩০ জুন) সকালে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা বার্ন ইউনিটের নেয়া হয়।
এদিকে খবর পেয়ে ৫ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ধারণা, রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।