ফিফা র্যাংকিংয়ে আর্জেন্টিনার ঘাড়ে ফ্রান্সের নিশ্বাস
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সবশেষ হালনাগাদকৃত র্যা র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। তবে শীর্ষে থাকলেও স্বস্তিতে নেই বিশ্বচ্যাম্পিয়নরা। কেননা তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে গেল বিশ্বকাপের রানার আপ ফ্রান্স। দুইয়ে থাকা ফরাসিদের থেকে মাত্র শূন্য দশমিক ১৯ পয়েন্ট এগিয়ে আছে লিওনেল মেসিরা।
বৃহস্পতিবার (২৯ জুন) আইসিসির হালনাগাদকৃত র্যাংকিং অনুযায়ী বর্তমানে আর্জেন্টিনার পয়েন্ট ১ হাজার ৮৪৩ দশমিক ৭৩। অন্যদিকে ফ্রান্সের পয়েন্ট ১ হাজার ৮৪৩ দশমিক ৫৪।
এদিকে হারের বৃত্তে আটকে থাকলেও নিজেদের তৃতীয় স্থান ধরে রেখেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে চারে উঠেছে ইংল্যান্ড। তবে এক ধাপ পিছিয়ে গেছে বেলজিয়াম। দলটির বর্তমান অবস্থান পাঁচ। এক ধাপ এগিয়ে ছয়ে অবস্থান করছে ক্রোয়েটরা। অপরদিকে এক ধাপ পিছিয়ে সাতে অবস্থান করছে নেদারল্যান্ডস।
র্যাংকিংয়ে সেরা দশে রয়েছে ইতালি, পর্তুগাল ও স্পেন। তারা রয়েছে যথাক্রমে অষ্টম, নবম ও দশম স্থানে।