অপুকে নিয়ে আবেগ ঘন পোস্ট শাকিবের!
ঢাকাই চলচ্চিত্রের কিং শাকিব খান ও চিত্রনায়িকা অপুর সংসারের বিভিন্নমুখী গল্পের কথা তাদের ভক্ত-অনুরাগীরা কম-বেশি সবাই জানেন। তবে এবারের কোরবানির ঈদে অপুকে নিয়ে দিয়েছেন এক আবেগঘন পোস্ট করেছেন শাকিব খান। যে পোস্ট দেখে আনন্দে ভাসছেন শাকিব-অপু ভক্তরা।
আজ শুক্রবার( ৩০ জুন) বিকেল ৫ টায় নিজের ফেসবুকে শাকিব খান অপুকে নিয়ে এ পোস্ট করেন।
ওই পোস্টে তিনি জানিয়েছেন, ঈদে প্রেক্ষাগৃহে গিয়ে নিজের অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা দেখার পাশাপাশি অপু অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমাটিও যেন দর্শকরা দেখেন।
যদিও শাকিবের লেখায় স্পষ্ট হয়ে উঠেছে, লাল শাড়ি সিনেমাটির প্রতি তার ভালোবাসা কাজ করছে তার ছেলে জয়ের জন্য। প্রাক্তন ভালোবাসা অপুর জন্য নয়।
নিজের স্ট্যাটাসে শাকিব জানান, লাল শাড়ি সিনেমাটি সন্তান জয়ের নামের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্র। তাই এক অন্যরকম আবেগে ভাসছেন তিনি। তবে তার স্ট্যাটাসে নেটিজেনরা পাচ্ছেন হারানো সম্পর্ক জোড়া লাগার আভাস।